What is e-RUPI কী ? how to use e-RUPI সুবিধা ও ব্যবহার।


What is e-RUPI and How to use e-RUPI & Benefits



সরকারী সুবিধার লাভ সবার মাঝে সঠিক ভাবে পৌঁছে দেওয়ার নতুন এক উদ্দেক হল 'e-RUPI'.


2 August 2021প্রধানমন্ত্রী মোদী 'e-RUPI'  Platform টির উদ্বোধন করেছেন Online মাধ্যমে।'e-RUPI' হল Digital Payment Solution.

কী এই 'e-RUPI' তার কাজ কী কিভাবে হবে? e-RUPI সুবিধা । তাতে সাধারণ মানুষের কী লাভ হবে 'ই-রুপি' দ্বারা।


আজকের এই প্রতিবেদনে আমরা e-RUPI সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো, যা পড়লে আপনার সবটা বুজতে সুবিধা হবে কী এই e-RUPI.


e-RUPI কী ? how to use e-RUPI সুবিধা ও ব্যবহার।
e-RUPI কী ? how to use e-RUPI সুবিধা ও ব্যবহার।


e-RUPI কী? What is e-RUPI?


e-RUPI হল একটা Payment System যার দ্বারা সরকারী বিভিন্ন প্রকল্প, যোজনা সুবিধা যাতে সঠিক উপায়ে পৌঁছে দেওয়া যায় উপভোক্তার কাছে তার এক নতুন Digital বেবস্তা হল  "e-RUPI Digital Payment Solution"


e-RUPI দ্বারা সরকার উপভোক্তার Mobile এ QR code বা Number e-Voucher দিবে যেটা ব্যবহার করতে পারবে সরাসরি উপভোক্তাগন।


সরকার যেই সুবিধা যার জন্য দিতে চাইবে সেটা সঠিক ভাবে তার কাজেই লাগবে কোনো রকম দুর্নীতি বা ভেজাল হবে না এই e-RUPI Payment দ্বারা।

e-RUPI এমন এক পেমেন্ট পদ্ধতিতে হবে যেখানে সরাসরি সরকার যেই কাজের জন্য টাকা খরচ করতে চায় ও যত পরিমান টাকা খরচ করতে চায় টিক ততটাই টাকা খরচ হবে।


হয়তো এখন আপনি বুজতে পারছেন না কী বলতে চাইছি আমার এই e-rupi নিয়ে।

এক্ষেত্রে একটা উদহারণ দিলে আপনি সঠিক ভাবে বুজতে পারবেন e-RUPI বিষয়টা কী?

তার আগে আসুন জেনে নেই এই e-RUPI all details and Hilight.


Details of e-RUPI Digital Payment Solution


e-RUPI

Digital Payment Solution 

(Government of India)

Launched By

PM Modi

Powered by

NPCI & Banks 

Launched Date 

2 Aug 2021

Benefits

Cashless and contactless for digital payment

What Is e-RUPI

e-RUPI is a QR or SMS e-Voucher which is delivered to mobile of the beneficiaries



e-RUPI সুবিধা ও ব্যবহার How to Use e-RUPI 



ধরুন মোদীজি চাইছেন ভারতের প্রত্যেকটি কৃষকের এক হাজার (1,000) টাকা করে দিবেন, এই যাতে কৃষকরা চাষের জন্য সার, বীজ কীটনাশক কিনতে পারে। এখন সরকার ভেবে দেখলো এই 1,000 টাকা সরকার কৃষকের Bank Account এ দিয়ে দিবে। এখানে একটা সমস্যার হল কৃষি কাজের উন্নতি জন্য এই টাকা সরকার খরচ করছে কিন্তু কৃষকরা সেই টাকায় হয়তো কম সংখ্যক কৃষক সার, বীজ বা কীটনাশক কিনলো বাকিরা পরিবারের বিভিন্ন কাজে ব্যবহার করলো বা কোন বাজে ভাবে টাকাটা নষ্ট করলো, সেক্ষত্রে ভারতের ওই চাষীর চাষ আবাদ কিছুটা খারাপ হল, যা চাষীর ও দেশের খারাপ।


অর্থাৎ সরকার যেই টাকাটা শুধু মাত্র কৃষির জন্য দিলো তার খুবই কম সংখক ব্যবহার করা হলো।


অথবা, সরকার student দের শিক্ষার জন্য বই কিনতে ছাত্র-ছাত্রীদের কিছু করে টাকা দিলো কিন্তু তারা বই না কিনে কিনলো Mobile অথচ সরকার জানলো যে স্টুডেন্ডদের বই দিতে টাকা দিয়েছে।



অথবা, কোনো একটি সরকারী কাজের জন্য টাকা দিলো কিন্তু সেই করার সামান্য পরিমান খরচ করে বাকি টাকা মেরে দিলো।


এই সমস্ত কিছুরই সমাধান আনার জন্য চলো হল e-RUPI System.


এই e-RUPI সিস্টেমে থাকবে QR code বা Mobile e-Voucher Number যা সরকার তফরে সরাসরি উপভোক্তার নাম্বারে পাঠিয়ে দিবে। সেই QR কোড বা নম্বর এর মধ্যে থাকবে সরকার দেওয়া টাকা যেটা শুধু মাত্র সেখানেই খরচ করা যাবে যার জন্য এই টাকা দেওয়া হয়েছে। নিচে ছবির দ্বারা বিষয়টি তুলে ধরা হল।


e-RUPI QR code and Mobile e-Voucher number



যদি কৃষকেদের সরকার e-RUPI QR code বা Numbar পাঠায় যেটা দিয়ে সার, বীজ বা কীটনাশক কেনার জন্য তাহলে, সারের দোকানে গিয়ে সেই QR Code দেখালে সার পাবেন, অন্য কোনো দোকানে গিয়ে QR code তা স্কেন করলে ম্যাচ করবে না।


বই কেনার জন্য টাকা দেওয়া হলে বই শুধু কেনা যাবে, অন্য কোনো জায়গায় এই টাকার ব্যবহার করা যাবে না।


এখন যেটা সবার জানতে ইচ্ছে করবে, কিভাবে এই e-RUPI কাজ করবে? কিভাবে e-RUPI QR code কাজ করবে?



 Bank এর দ্বারা এই QR code বা number code বানাবে "NPCI" (National Payment Corporation of India) এই NPCI সমস্ত Payment কে Control করে থাকে UPI payment system কেউই এই  "NPCI" দ্বারা চলে।


e-RUPI কিভাবে ব্যবহার করা যাবে ?


ধরুন সরকার কৃষকদের 1,000 টাকা করে দিবে, সেক্ষত্রে সরকার NPCI দ্বারা 1,000 টাকার QR code নিবে যত সংখ্যক কৃষকে সরকার এই টাকা দিবে ততগুলি।

এবং সরকার প্রতিটি কৃষকের mobile Sms Number code বা QR Code পাঠাবে সরাসরি কৃষকের mobile এবং  বলে দিবে, সার, বীজ ও কীটনাশক কেনার জন্য সরকার আপনাকে 1,000 টাকা দিয়েছে।


তার পর ওই কৃষক সারের দোকানে গিয়ে QR code দেখাবে, সেটা দোকানি স্ক্যান করবে একটা OTP আসবে Mobile সেটা দেওয়ার পর ওই টাকার নির্দিষ্ট পরিমানে দ্রব কিনতে পারবে।


NPCI এই QR code এর সাথে মিলবে এমন QR code সমস্ত সারের দোকানেও পাঠাবে যার ফলে যখন কৃষক সারের দোকানে কী QR code দিবে সঙ্গে সঙ্গে তা ম্যাচ করবে ও কৃষক সার কিনে আনবে বিনা টাকায়।

কিন্তু এই QR Code অন্য কোনো দোকানে গিয়ে মেলানোর চেষ্টা করলে তা Match করবে না "Invalid QR Code".


সুতরাং বুজতেই পারছেন, কতটা নির্ভুল ভাবে এই e-RUPI কাজ করবে।


e-RUPI দ্বারা দেওয়া QR code যদি,

বই কেনার জন্য দেওয়া হয় তাহলে শুধুমাত্র বই'এর দোকানেই ম্যাচ করবে।


যদি, সার কেনার টাকা দেওয়া হয় তাহলে সারের দোকানেই match করবে।

যদি ওষুধের জন্য দেওয়া টাকা দেওয়া হয় তাহলে শুধু মাত্র ফার্মিসিতেই ব্যবহার করা যাবে।


অন্য কোনো জায়গায় এই টাকা ব্যবহার করা যাবে না।



e-RUPI Payment এর সুবিধাগুলি অনেক।

  • এই e-RUPI Payment System দ্বারা সঠিক উপায়ে টাকার সঠিক ব্যবহার হবে ।

  • e-RUPI Payment মধ্যমে কোনো রকম দুর্নীতি করা সম্ভব না।

  • e-RUPI দ্বারা পুরোপুরি 100% গ্রাহকের কাছে সহজেই পৌঁছে যাবে।

  • শুধু সরকার নয় যে কোনো সংস্থা এই e-RUPI দ্বারা তাদেরকে সার্ভিস দিতে পারবে, সঠিক উপায়ে।

  • একটি QR বা Number code একবারই ব্যবহার করা যাবে।

  • যেখানে সঠিক উপায়ে সঠিক কাজ হবে, যার ফলে আমজনতা থেকে সবারই সুবিধা হবে এই e-RUPI আসার ফলে।





Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...