[42,000 হাজার দুয়ারে রেশন কর্মী নিয়োগ] Duare Ration Job Recruitment 2021

দুয়ারে রেশন কর্মী নিয়োগ 42 হাজার শুন্যপদ। Duare ration recruitment, Job, Notification | Duare ration Prakalpo job.দুয়ারে রেশন প্রকল্প | দুয়ারে রেশন কর্মী নিয়োগ, দুয়ারে রেশন প্রকল্প নিয়োগ। West bengal Duare ration Job.


আজকের এই পর্বে আমরা West Bengal Government New Duare Ration prakalpa Job 2021 এ এর সঠিক তথ্যগুলি নিয়ে আলোচনা করবো।


Duare Ration Scheme In West Bengal (দুয়ারে রেশন প্রকল্প)


তাই, আপনি যদি দুয়ারে রেশন সম্পর্ক জানতে চান ; তাহলে এই লেখাটি আপনার উপকারে আসবে।
Last Update 16th November 2021

Duare Ration Recruitment 2021 {দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ 42,000 হাজার চাকরি }


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রতিটি পরিবারের Ration Duare পৌঁছে দিবেন।


সেই প্রতিশ্রুতি রাখতে "Duare Ration Scheme" অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্প ঘোষণা করেন 24 May 2021 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এতিমধ্যে রাজের বিভিন্ন জায়গায় এই Duare Ration Prakalpa শুরু করা হলেও তা সঠিক ভাবে কাজে আসছিলো না, এর সবথেকে বড়ো সমস্যার ছিল কর্মীর।


তাই, আজ 16 November 2021, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন প্রত্যেক রেশনডিলার প্রতি 2জন করে দুয়ারে রেশন এর কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাদের কাজ হবে রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া গাড়ি করে।


দুয়ারে রেশন কর্মীদের বেতন দেওয়া হবে 10,000 হাজার টাকা।


রাজ্যে Duare Ration 42 হাজার কর্মী নেওয়া হবে এই কাজের জন্য।



✅️Duare Ration Recruitment Application Form PDF 2021



Duare Ration Scheme In West Bengal (দুয়ারে রেশন প্রকল্প)


About of Duare Ration Prakalpa


Scheme Name

Duare Ration 

(দুয়ারে রেশন)

Announced by

CM Mamata Banerjee

Objective

To deliver Ration on doorstep

Beneficiary

Ration Card holders of WB

Department

Department of Food & Supplies, Govt. of West Bengal

Official website

https://wbpds.wb.gov.in

Duare Ration Scheme In West Bengal


West Bengal এর সমস্ত ration উপভোক্তাদের দুয়ারে দুয়ারে অর্থাৎ বাড়ি বাড়িতে রেশন পৌঁছে দিতেই এই প্রকল্প।

Duare Ration Scheme এর মাধ্যমে বাড়িতে বসে রেশন পাবে বাংলার সব পরিবার।


সমস্ত পরিবারের হাতে রেশন পৌঁছে দেওয়ার জন্য 4200 হাজার চাকরির নেওয়া হবে, যাদের বেতন হবে প্রতি মাসে 10 হাজার টাকা।


✅️Krishak Bandhu Scheme (কৃষক বন্ধু প্রকল্প 2021) 

Duare Ration Distribution


গ্রাহকদের মনে একটা প্রশ্ন জাগে _

কত পরিমান রেশন দেওয়া হবে দুয়ারে?


এই নিয়ে চিন্তার কিছু কারণ নাই!

যে Ration Card এ যে পরিমান চাল, গম, চিনি, আটা ইত্যাদি দেওয়া হতো, সেই পরিমানেই রেশন পাবে সবাই। শুধু বাংলার মানুষদের সুবিধার জন্য এই প্রকল্প আনা আর এখন কোরোনার সময় কালে এতে গ্রহকদের অনেকটা সুবিধা হবে বলে জানাচ্ছে রেশন গ্রহকগণ।

Duare Ration Recruitment /Job

{রেশনে 42 হাজার কর্মী নিয়োগ/ চাকরি }


16 নভেম্বর 2021, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন উদ্ভোদন করেছেন। তিনি বলেন - প্রতি রেশন

রেশন ডিলারে 2 জন করে কর্মী থাকবে, রাজ্যে মোট 21 হাজার ডিলার রয়েছে, প্রত্যেক রেশনে 2 জন করে কর্মী নিয়োগ হলে মোট 42 হাজার দুয়ারে রেশন কর্মী নিয়োগ করা হবে। তাদেরকে প্রতিমাসে 10,000/- হাজার টাকা করে বেতন দেওয়া হবে। এই 10 হাজার টাকার মধ্যে 5,000/- টাকা দিবে রাজ্য সরকার বাকি 5,000 টাকা দিবে রেশন দিলেররা।

রেশন ডিলারদের কুইন্টাল প্রতি টাকার পরিমানও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী এদিন।

তবে রাজ্যে 42,000 রেশন কর্মী নিয়োগ একটি বড়ো ঘোষণা।


দুয়ারে রেশন প্রকল্পে 42 হাজার কর্মী নিয়োগ - যোগ্যতা, কিভাবে আবেদন করা হবে?

Comments Below

If You Any Questions or Any Suggestions


৬টি মন্তব্য

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...