দুয়ারে রেশন কর্মী নিয়োগ 42 হাজার শুন্যপদ। Duare ration recruitment, Job, Notification | Duare ration Prakalpo job.দুয়ারে রেশন প্রকল্প | দুয়ারে রেশন কর্মী নিয়োগ, দুয়ারে রেশন প্রকল্প নিয়োগ। West bengal Duare ration Job.
আজকের এই পর্বে আমরা West Bengal Government New Duare Ration prakalpa Job 2021 এ এর সঠিক তথ্যগুলি নিয়ে আলোচনা করবো।
Duare Ration Recruitment 2021 {দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ 42,000 হাজার চাকরি }
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রতিটি পরিবারের Ration Duare পৌঁছে দিবেন।
সেই প্রতিশ্রুতি রাখতে "Duare Ration Scheme" অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্প ঘোষণা করেন 24 May 2021 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতিমধ্যে রাজের বিভিন্ন জায়গায় এই Duare Ration Prakalpa শুরু করা হলেও তা সঠিক ভাবে কাজে আসছিলো না, এর সবথেকে বড়ো সমস্যার ছিল কর্মীর।
তাই, আজ 16 November 2021, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন প্রত্যেক রেশনডিলার প্রতি 2জন করে দুয়ারে রেশন এর কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাদের কাজ হবে রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া গাড়ি করে।
দুয়ারে রেশন কর্মীদের বেতন দেওয়া হবে 10,000 হাজার টাকা।
রাজ্যে Duare Ration 42 হাজার কর্মী নেওয়া হবে এই কাজের জন্য।
✅️Duare Ration Recruitment Application Form PDF 2021
About of Duare Ration Prakalpa
Duare Ration Scheme In West Bengal
West Bengal এর সমস্ত ration উপভোক্তাদের দুয়ারে দুয়ারে অর্থাৎ বাড়ি বাড়িতে রেশন পৌঁছে দিতেই এই প্রকল্প।
Duare Ration Scheme এর মাধ্যমে বাড়িতে বসে রেশন পাবে বাংলার সব পরিবার।
সমস্ত পরিবারের হাতে রেশন পৌঁছে দেওয়ার জন্য 4200 হাজার চাকরির নেওয়া হবে, যাদের বেতন হবে প্রতি মাসে 10 হাজার টাকা।
✅️Krishak Bandhu Scheme (কৃষক বন্ধু প্রকল্প 2021)
Duare Ration Distribution
গ্রাহকদের মনে একটা প্রশ্ন জাগে _
কত পরিমান রেশন দেওয়া হবে দুয়ারে?
এই নিয়ে চিন্তার কিছু কারণ নাই!
যে Ration Card এ যে পরিমান চাল, গম, চিনি, আটা ইত্যাদি দেওয়া হতো, সেই পরিমানেই রেশন পাবে সবাই। শুধু বাংলার মানুষদের সুবিধার জন্য এই প্রকল্প আনা আর এখন কোরোনার সময় কালে এতে গ্রহকদের অনেকটা সুবিধা হবে বলে জানাচ্ছে রেশন গ্রহকগণ।
Jo pahle se ration dokan me kam kar rahe hai helper unka kiya hoga unko kaise milegi kam ye v batta digye
উত্তরমুছুনস্বাস্থ্য সাথী কার্ড না থাকলে কি লক্ষ্মী প্রকল্প পাওয়া যাবে ??
উত্তরমুছুনno
মুছুনje kno bank er book nabe to..
উত্তরমুছুনIFSC Code thakle hobe
মুছুনযুবশ্রী পেলে লক্ষীভাণ্ডারে আবেদন করতে পারবে
উত্তরমুছুন