University of Gour Banga PG Admission 2019-2020

University of Gour Banga PG Admission 2019-2020


Gour Banga University তে PG 2019-2020 ভর্তির application চলছে। কিভাবে gour Banga university তে PG course এ admission হবে, কতগুলো seats রয়েছে প্রত্যেকটি বিষয়ে এবং কত টাকা লাগবে application এর জন্য- বিস্তারিত আলোচনা করা হল। Gour Banga university এ admission  এর জন্য Entrance exam হবে না। Merit টেই admission list publish করবে  university!!

Q. Application এর শেষ তারিখ কবে?

"গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় " এ PG তে ভর্তির
শেষ তারিখ ছিল 03 আগস্ট 2019(03/08/19) কিন্তু এই তারিখের সময়সীমা বাড়িয়ে 13 আগস্ট, 2019(11.50PM) করেছে।
**তোমরা যারা এখনও Gour Banga University তে application করোনি তাড়াতাড়ি করে নাও।


Q. কত টাকা লাগছে  application করার জন্য?

__"গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় " এ PG (M.A/M.SC/M.COM) admission হওয়ার জন্য UR/OBC-A/OBC-B(Category) দের Rs.400 টাকা লাগবে এবং SC/ST/PH(Reserved) দের জন্য Rs.150 টাকা লাগবে application করতে।


Q. PG admission পদ্ধতি কিভাবে হবে?

____ PG course এ ভর্তির পদ্ধতি হবে Merit এ অর্থাৎ B.A তে যার যে % রয়েছে সেই % অনুসারে university একটি merit list প্রকাশিত করবে এবং merit list এর rank অনুসারে সুযোগ পাবে ছাএ-ছাত্রীরা। মোট seat এর 60% Home University এর ছাএ-ছাত্রীদের জন্য এবং 40% seats রয়েছে Others University ছাএ-ছাত্রীদের জন্য।

Q. 60% সিটের মধ্যে কোন subject এ কতগুলো সিট  আছে?

 __ Gour Banga university এর যে সমস্ত ছাএ-ছাত্রী আছে তাদের জন্য প্রত্যেক subject এর মোট seats এর 60% সংরক্ষিত আছে। এখন চলো দেখে নেওয়া যাক কোন subject এ কতগুলো seats আছে_____

১. Arabic,
২.Bengali,
৩. Commerce,
৪.Economics,
৫.English,
৬.History,
৭.Philosophy,
৮.Pol.Science,
৯.Sanskrit,
১০.Sociolo,
১১.Education,
___ইত্যাদি subject এ মোট seats রয়েছে 100 টি। ** তার মধ্যে Home(60% for Gour Banga university) এর student দের জন্য রয়েছে 60 টি seats প্রতিটি বিষয়ে। তার মধ্যে প্রত্যেক টি subjectএ UR(31), SC(13) OBC-A(06), OBC-B(04), ST(04) & PH(02) টি করে seat রয়েছে।

১.Botany,
২.Chemistry,
৩.Computer Science,
৪.Geography,
৫.Physics,
৬.Zoology,
 ___ইত্যাদি subject এ মোট seats রয়েছে 40 টি। ** তার মধ্যে Home(60% for Gour Banga university) এর student দের জন্য রয়েছে 24 টি seats প্রতিটি বিষয়ে। তার মধ্যে প্রত্যেক টি subjectএ UR(13), SC(05) OBC-A(02), OBC-B(02), ST(01) & PH(01) টি করে seat রয়েছে।

১.Mathematics___ subject এ মোট seats রয়েছে 90 টি। ** তার মধ্যে Home(60% for Gour Banga university) এর student দের জন্য রয়েছে 54 টি seats. তার মধ্যে UR(28), SC(12) OBC-A(05), OBC-B(04), ST(03) & PH(02) টি করে seat রয়েছে।

১. LL.M, Library &
Information Science,
২. Mass Communication &
৩.Journalism,
৪.Food and Nutrition,
_______ইত্যাদি subject এ মোট seats রয়েছে 21 টি। ** তার মধ্যে Home(60% for Gour Banga university) এর student দের জন্য রয়েছে 13 টি seats প্রতিটি বিষয়ে। তার মধ্যে প্রত্যেক টি subjectএ UR(07), SC(03) OBC-A(01), OBC-B(01), ST(01) & PH(00) টি করে seat রয়েছে।
** সমস্ত বিষয়ের 60% seats সংখ্যা ছবিতে দেখে নাও official Notifications__


Q. 40% সিটের মধ্যে কোন subject এ কতগুলো সিট  আছে?


 __ অন্যান্য বিশ্ববিদ্যালয় + Gour Banga university এর যে সমস্ত
ছাএ-ছাত্রী আছে তাদের জন্য প্রত্যেক subject এর মোট seats এর 40% সংরক্ষিত আছে। এই 40% সিটের মধ্যে এখন চলো দেখে নেওয়া যাক কোন subject এ কতগুলো seats আছে_____


১. Arabic,
২.Bengali,
৩. Commerce,
৪.Economics,
৫.English,
৬.History,
৭.Philosophy,
৮.Pol.Science,
৯.Sanskrit,
১০.Sociolo,
১১.Education,
___ইত্যাদি subject এ মোট seats রয়েছে 100 টি। ** তার মধ্যে 40% সিটের এর জন্য student দের  রয়েছে 40 টি seats প্রতিটি বিষয়ে। তার মধ্যে প্রত্যেকটি subject এ UR(21), SC(09) OBC-A(04), OBC-B(03), ST(02) & PH(01) টি করে seat রয়েছে।

১.Botany,
২.Chemistry,
৩.Computer Science,
৪.Geography,
৫.Physics,
৬.Zoology,
 ___ইত্যাদি subject এ মোট seats রয়েছে 40 টি। ** তার মধ্যে 40% সিটের জন্য student দের রয়েছে মোট 16 টি seats প্রতিটি বিষয়ে। তার মধ্যে প্রত্যেক টি subjectএ UR(8), SC(04) OBC-A(02), OBC-B(01), ST(01) & PH(00) টি করে seat রয়েছে।

১.Mathematics___ subject এ মোট seats রয়েছে 90 টি। ** তার মধ্যে 40% সিটের জন্য student দের রয়েছে মোট 36 টি seats. তার মধ্যে UR(18), SC(08) OBC-A(04), OBC-B(03), ST(02) & PH(01) টি করে seat রয়েছে।


১. LL.M, Library &
Information Science,
২. Mass Communication &
৩.Journalism,
৪.Food and Nutrition,
_______ইত্যাদি subject এ মোট seats রয়েছে 21 টি। ** তার মধ্যে 40% এর student দের জন্য রয়েছে 08 টি seats প্রতিটি বিষয়ে। তার মধ্যে প্রত্যেক টি subjectএ UR(04), SC(02) OBC-A(01), OBC-B(01), ST(00) & PH(00) টি করে seat রয়েছে।

১.Physiology এই subject শুধুমাত্র Other University দের জন্য রয়েছে seats. মোট 21 টি seats রয়েছে। তার মধ্যে UR(11), SC(05) OBC-A(02), OBC-B(01), ST(01) & PH(01) টি করে seat রয়েছে।
** সমস্ত বিষয়ের 40% seats সংখ্যা ছবিতে দেখে নাও official Notifications__











__________________________________

####যদি কোনরকম তোমাদের সাহায্যে এই তথ্যগুলো তাহলেই আমরা খুশি। pls Subscribe our YouTube channel for more information ""






Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...