Sishu Sathi Scheme : বিনামূল্যে শিশুদের হার্ট সার্জারির সুযোগ শিশু সাথী প্রকল্পে

 

Sishu Sathi Scheme


বিনামূল্যে শিশুদের হার্ট সার্জারি সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার l অনেক সময় দেখা যায় অনেক শিশু জন্মের পর থেকেই বিভিন্ন হার্ট সমস্যা নিয়ে জন্মায় বা অনেক শিশুর জন্মের কিছুদিন পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আর এই সমস্যার কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুসাথী প্রকল্পের (Sishu Sathi Scheme) সূচনা করেছিলেন l এই প্রকল্পের অধীনে ১২ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারি করা হয়ে থাকে l অনেক পরিবার এই অপারেশনের বিপুল খরচ জোগাড় পারে না,  তাই রাজ্য সরকার এই প্রকল্প নিয়ে এসেছে যাতে বারো বছর পর্যন্ত শিশুদের আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় l এই প্রকল্পের শিশু সাথী প্রকল্পের (Sishu Sathi Prakalpa) অধীনে প্রতি বছর ৩ হাজার শিশুর হার্ট অপারেশন করা হয়ে থাকে I 


শিশুসাথী প্রকল্প কি (Sishu Sathi Scheme)

শিশুসাথী প্রকল্প হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটি চিকিৎসা সংক্রান্ত প্রকল্প l ২০২১ সালে ২১ অগাস্ট , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে চালু করা হয় এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে ১২ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়ে থাকে রাজ্যের বিভিন্ন নামী হাসপাতালে এবং পশ্চিমবঙ্গের যেকোনো শিশু বারো বছরের নিচে এই প্রকল্পের সুবিধা নিতে পারে l 



প্রকল্পের নাম

শিশুর সাথী প্রকল্প

এই প্রকল্পের সুবিধা

১২ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির সুযোগ

কারা এই সুবিধা পাবে

১২ বছর বয়স পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোন শিশু

আবেদনের পদ্ধতি

অনলাইন এবং অফলাইন




শিশু সাথী প্রকল্পের সুবিধা (Sishu Sathi Scheme Benefits)

  • শিশুর সাথী প্রকল্পের আওতায় 12 বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারি করা হয় l

  • প্রতিবছর ৩ হাজার শিশুর হাট সার্জারি করা হয় l

  •  সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের নামী হাসপাতালে এই অপারেশন করা হয় l



শিশু সাথী প্রকল্পে আবেদনের যোগ্যতা (Sishu Sathi Scheme Eligibility Criteria)


  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে l


  • আবেদনকারীর পিতা-মাতার বিভিন্ন সরকারি কাগজপত্র থাকতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি 


  • আবেদনকারীর সর্বোচ্চ বয়স ১২ বছর পর্যন্ত হতে পারে l


  • যে কোন আয়নের আয়ের পরিবারের শিশুরা এই প্রকল্পের সুবিধা পাবে l


কোন কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?

রাজ্যের বিভিন্ন নামী হাসপাতাল এই প্রকল্পের পরিষেবা দিয়ে থাকে, এই হাসপাতাল গুলি হল : এসএসকেএম হাসপাতাল

  • বিসি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন

  • আরজি কর মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক কেয়ার

  • কলকাতার আরএন টেগোর

  • ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস

  • বিএম বিড়লা হাসপাতাল

  • দুর্গাপুরের মিশন হাসপাতাল 


শিশুর সাথী প্রকল্পের জন্য আবেদন কিভাবে করবেন (Sishu Sathi Scheme Apply)

এই প্রকল্পের জন্য আবেদন মূলত দুই ভাবে করা যায় অনলাইন এবং অফলাইন l অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ শিশুসাথী যোজনার অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে এবং অফলাইনে আবেদন করতে গেলে আপনাকে এসএসকেএম হাসপাতালে দিয়ে ফরম ফিলাপ করে জমা দিতে হবে l আবেদন করার সময় লাগবে অভিভাবকের বিভিন্ন কাগজপত্র যেমন আধার কার্ড এবং অভিভাবকদের ভোটার কার্ড। সঙ্গে দিতে হবে আবেদনকারীর দুটি পাসপোর্ট ছবি, আয়ের শংসাপত্র এবং তিনি যদি বিপিএল হন তাহলে তার প্রমাণ l


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...