কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয় এ সান্ধ্যকালীন ক্লাস PG(M.A)শুরু হতে চলেছে।

কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয় এ সান্ধ্যকালীন ক্লাস PG(M.A)শুরু হতে চলেছে। 


_____এত দিন ধরে M.A তে শুধুমাত্র দিনের বেলায় পড়াশোনা হতো, কিন্তু এবছর থেকেই সান্ধ্যকালীন class শুরু হবে।

এবছর শুধুমাত্র বাংলা, ইংরেজি ও ইতিহাস বিভাগের সান্ধ্যকালীন ক্লাস চালু করা হবে। বিকাল ৫ টা থেকে রাত্রি ৮ পর্যন্ত class হবে।

 যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বাংলা, ইংরেজি ও ইতিহাস এ Entrance পরিক্ষা দিয়েও ভর্তি হতে পারেনি তারাও সুযোগ পাবে এই সান্ধ্যকালীন বিভাগে।
ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষা প্রসারের কথা মাথায় রেখেই এরকম ব্যবস্থাব্যবস্থা করা হয়েছে।

 Q. কতগুলো করে সিট রয়েছে এবং কবে থেকে শুরু হবে এই সান্ধ্যকালীন ক্লাস এবং কত টাকা লাগবে  Admission ফ্রি?


___কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে,
প্রতিটি বিষয়ে 40 টি করে সিট থাকবে। অথাৎ বাংলা তে 40, ইংরেজি তে 40 এবং
ইতিহাসে 40 টি করে সিট থাকবে।

আগামী সেপ্টেম্বর থেকেই এই সান্ধ্যকালীন ক্লাস এর Admission শুরু হবে। Admission এর জন্য কত টাকা লাগবে University এ বিষয়ে এখনও কিছু জানায়নি, তবে অতিশীঘ্রই জানানো হবে।

 কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয় এর এই উদ্যোগকে অনেকেই প্রসংশা করেছেন।

**যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনও কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারোনি তাদের অনেকেই এই সান্ধ্যকালীন ক্লাস এ সুযোগ পাবে। আরও বিস্তারিত খবর আসলে খবর পেয়ে যাবে তোমারা।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

নতুন আপডেট

Jomir Tothya App (জমির তথ্য) : Check West Bengal Land Information Jomir Tothya App 2023

Jomir Tothya (জমির তথ্য )  2023 Khatiya information, Plot information, RS-LR Details. Jomir tothya online. Check Land Information on JOMIR T...

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ Sarkarisuvidha.in অনুমতি প্রাপ্ত , ফলো করতে উপরে ক্লিক করুন